কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে গলাকেটে হত্যাকান্ডের মূল আসামী শাখাওয়াত হোসেন (২৪) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
নিহত শাখাওয়াত হোসেনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ছনখোলা গ্রামে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, নিহত শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে অস্ত্র উদ্ধার করতে ১৯ মে মঙ্গলবার ভোররাতে খুরুস্কুল ইউনিয়নের উত্তর রাস্তার পাড়া চিংড়ি ঘেরের পাশে চৌফলদন্ডী ব্রীজের একটু উত্তরে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শাখাওয়াত হোসেন ও ২ পুলিশ সদস্য আহত হয়।
পরে পুলিশ আহত শাখাওয়াত হোসেনের পাশে একটি এলজিও এবং কয়েকরাউন্ড গুলি পায়। পুলিশ গুরতর আহত শাখাওয়াত হোসেনেকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আহত পুলিশ সদস্যদ্বয়কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির আরো জানান, নিহত শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ২৮/২০১৯ নম্বর হত্যা মামলা সহ আরো কিছু মামলা রয়েছে।
ইতিমধ্যে উক্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীরা শাখাওয়াত হোসেন উক্ত হত্যা মামলার প্রধান হোতা বলে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
শাখাওয়াত হোসেনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর তাঁর আত্মীয়স্বজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।