নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের ন্যায় রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১১ জন বাড়ি ফিরলেন জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯মে মঙ্গলবার দুপুরে করোনামুক্ত হওয়া ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্তাবধায়কগনসহ চিকিৎসকরা তাদেরকে শুভেচ্ছা জানান।
যারা ছাড়পত্র পেলেন তারা হলেন, রংপুর জেলা পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা (৩০),
মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (২৫), রংপুর শহরের নসিরন (৮০),পুলিশ সদস্য এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), পুলিশ সদস্য জহরুল ইসলাম (২৩), পুলিশ সদস্য রুহুল আমিন (২৪)।
আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)।
ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্তাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন,
নসীরন ৯ মে, সুমি বেগম ১১ মে, রুহুল আমিন, জহরুল ইসলাম, রুহুল আমিন, আল মামুন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হাসিনা ১২ মে এবং মেহেদুল করিম ও হাওয়া বিবি ১৪ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।
এই ১১ জন ব্যাক্তির শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
এ নিয়ে মোট ৪৭ জন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
বর্তমানে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।