বদরুল হক:-
আনোয়ারা উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো.কামরুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের ছৈয়দ নুরের স্ত্রী কাঞ্চন বেগম (৪৫)।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান,একজন মাদক বিক্রেতা ইয়াবা নিয়ে অটোরিকশা করে শহরের দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে খুরুস্কুল পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। ওই সময় ইয়াবা বহনকারী অটোরিকশা তল্লাশি করে কামরুল নামের এক ব্যক্তিকে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জুঁইদন্ডী এলাকার এক নারী মাদক কারবারির কাছ থেকে ইয়াবাগুলো কিনে নিয়ে যাচ্ছিলেন। পরে তার তথ্য মতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা কারবারি কাঞ্চন বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরে তার বসতঘরে তল্লাশি করে ফ্রিজের নিচ থেকে ১০০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।