মোঃ ইকবাল হোসেন:
২০ মে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে ফুল দিয়ে তাদের বিদায় দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী।
তিনি জানান, উপজেলায় ১০ জন স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশসহ মোট করোনা আক্রান্ত হন ৩২ জন। তার মধ্যে মৃত এক ব্যক্তির করোনা শনাক্ত হয়।
তিনি করোনামুক্তদের ১৪দিন হোম কোয়ারেন্টিনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেন।এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।