অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ ও গতকাল মঙ্গলবার দুইটি সড়ক ঘটনা ঘটে। আজ বুধবার (২০ মে) উপজেলার বড়দারোগারহাটস্থ ঢাকা-চটগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। এসময় তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুটি গাড়ির হালকা সংঘর্ষ হলে এনিয়ে পথে দুই গাড়ির ড্রাইভার হেলপারদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্য আরেকটি লং ভিহিসেল এসে কাভার্ডভ্যানের হেল্পার কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়, এসময় একই স্থানে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমানে গাড়ি তিনটি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছেন। নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। অন্যদিকে মঙ্গলবার রাত আটটার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার পোর্ট লিংক ডিপোর ভিতরে পণ্য বুঝাই দুইটি গাড়ির মাঝে চাপা পড়ে
মোঃ জাহাঙ্গীর আলম(২৪) নামের এক গাড়ি চালক গুরুত্বর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সে লক্ষ্মীপুর জেলার লুলু মিয়ার পুত্র।