শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরায় সোনারগাঁ থানা ছাত্রদল বুধবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তর তত্ত্বাবধানে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা রবিউল প্রধান, সেলিম খন্দকার, জাকারিয়া ভূঁইয়া, সরকারীতোলারাম কলেজ ছাত্রদল নেতা রমজান আলী, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান, শাহরিয়ার জয়, মোঃ রবিন, সিফাত সিকদার, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফজলে রাব্বী রিমন, কাঁচপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ইত্যাদি বিতরণ করা হয়।