1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় বেসরকারী স্কুল, মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

গুইমারায় বেসরকারী স্কুল, মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৭০ বার

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি:
বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসজনিত দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন লকডাউনে থাকা বেসরকারী স্কুল, মাদ্রাসার শিক্ষকরা। বিদ্যালয় বন্ধ থাকার কারনে মধ্যবিত্ত শিক্ষক পরিবারের যখন সবাই বিপর্যস্ত তখন গুইমারা উপজেলার ইউএনও তুষার আহম্মেদ বেসরকারী শিক্ষকদের সমস্যা লাঘবে হাত বাড়িয়ে দেন।

বৃহস্পতিবার সকাল এগারোটায় গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা চলাকালীন দূর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ১৬ টি নন এমপিও স্কুল এবং মাদ্রাসার ৭০ জন শিক্ষকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, ২ নং হাফছড়ি ইউপি সদস্য চাইথোয়াই চৌধুরি।

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত বেসরকারী স্কুলের শিক্ষকরা। চলতি মহামারি করোনায় বিদ্যালয় বন্ধ থাকার কারনে তাদের বেতন বন্ধ। শিক্ষকরা দুএকটি টিউশনি করে পরিবার চালাত। কিন্তু তাও বর্তমানে বন্ধ থাকার কারনে তারা তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বিষয়টি আমাদের গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহম্মেদ এর নজরে আসলে তিনি শিক্ষকদেরকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করায় শিক্ষক পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সেই সাথে গুইমারা উপজেলা নির্বাহি অফিসার, গুইমারা উপজেলা আওয়ামিলীগ ও গুইমারা ইউপি চেয়ারম্যানকে বেসরকারী শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহি অফিসার তুষার আহম্মেদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারই প্রধানমন্ত্রীর উপহার এবং আর্থিক অনুদান পাচ্ছেন। ভবিষৎতে ও এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম