1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা : রেজাল্ট পজেটিভ আসলেই ভয় পাবেন না - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ

করোনা : রেজাল্ট পজেটিভ আসলেই ভয় পাবেন না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৫৩ বার

| মোঃ এমদাদুল হক খান|
বাংলাদেশসহ সারা পৃথিবী লড়াই করছে অজানা এক শত্রুর বিরুদ্ধে। নিজের অজান্তে এ লড়াইয়ে আমিও জড়িয়ে পড়েছিলাম। তবে আল্লাহর অশেষ রহমত আর অগনিত শুভাকাঙ্ক্ষীদের ভালবাসা এবং কঠোর মনোবলের কারণে ঘাতক ভাইরাসকে পরাজিত করতে পেরেছি।
আমি পেশায় একজন কলম যোদ্ধা।। কাজ করি দৈনিক বাংলাদেশের খবরে ক্রাইম রিপোর্টার হিসেবে।। গত দেড় যুগ ধরে দেশের জন্য লড়ে আসছি। অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ এই সময়ে কখনও থেমে যায়নি আমার কলম।। গভীর থেকে গভীরতম থেকে তুলে এনেছি দুর্নীতি, লুটপাটসহ নানা অপরাধের কাহিনী।। এরকম দায়িত্বপালনকালে আমার বাধা হয়ে দাঁড়ায় অজ্ঞাত শত্রু নভেল করোনা ভাইরাস।। পত ২৮ মার্চ থেকে শরীরে হাল্কা জ্বর অনুভব করি। এরপর শুরু হয় শুষ্ক কাশি।। বাধ্য হয়ে পহেলা এপ্রিল আমার খুব কাছের এক বড় বোন ডাক্তার লায়লা সাবেকুন নাহার সিমি আপাকে ফোন দেই।। আমার শারীরিক যে কোনো সমস্যা দেখা দিলেই তাকে বিরক্ত করি।। হাসিমুখে সব সমস্যার সমাধান করে দেন।। তবে এবার তিনি আমার উপসর্গের কথা শুনে একটু রাগ করেন।। পরে বড় বোনের মতো বুঝিয়ে উপদেশ দেন দ্রুত করোনা টেস্ট করার।। এছাড়া প্রাথমিক ভাবে এলাট্রল ও এমব্রুক্স নামে দুটি ওষুধ খেতে বলেন।। এরপর দ্রুত ফার্মেসীতে গিয়ে ওষুধ এনে খাওয়া শুরু করি।। পাশাপাশি করোনা টেস্টের চেষ্টা করি।। আইইডিসিআর-এর হটলাইনে শতবার ফোন দিলেও কোনো অবস্থায় যোগাযোগ করতে পারি না। সারাক্ষণ লাইন বিজি।। কালেভদ্রে লাইনটা পেয়ে গেলে রিং হলেই রিসিভ করেন না আমাদের আইইডিসিআর-এর মহারত্নরা। অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে যায়। কোথায় টেস্ট করাব সে চিন্তায় অস্থির হয়ে উঠি। ৪ এপ্রিল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্ট শুরু হয়।। দুচোখে আশার আলো দেখতে পাই। কাছের দুই ভাই মেডিক্যাল রিপোর্টার। তাদের সহযোগিতা চাই। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে তারা আমাকে যেতে বলেন। ৫ এপ্রিল সকালে চলে যাই ঢাকা মেডিক্যালে। জরুরী বিভাগের সঙ্গেই একটি কক্ষে করোনা রোগীদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। আমার আগে সেখানে আরো তিন রোগী সেখানে আছেন। তাদের অবস্থা খুব একটা ভালো না। তাই আমাকে বাইরে দাড়াতে বলা হয়। চিকিৎসক দূর থেকে জানতে চান, কি সমস্যা। এরপর বলেন, আগেই করোনা টেস্ট করানোর প্রয়োজন নেই। একটা এক্সরে ও ব্লাড টেস্ট দিচ্ছি, এগুলো করে আসেন। পরে করোনার টেস্ট করাব।। ঢাকা মেডিক্যাল উক্ত টেস্ট করালে রিপোর্ট পেতে সময় লাগবে। তাই দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে আসি মালিবাগ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এক্সরে ও ব্লাড টেস্ট করে সন্ধ্যায় আবার চলে যাই ঢাকা মেডিক্যালে।। চিকিৎসক বলেন, আমার করোনা হয়নি। এটা সিজনাল সমস্যা।। ভয়ের কিছু নেই। কিছু ওষুধ দিচ্ছি এগুলো খেলেই সেরে যাবে।। মনে মনে ভীষণ খুশি হই।। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই।। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবম করতে থাকি। কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই।। নাপা খাওয়ার পর জ্বর চলে যায়, তবে ঘন্টা দুয়েল পর আবার চলে আসে।। মনে হয় জ্বর বাবাজি আমার মায়া ছেড়ে যেতে চাচ্ছেন না।। এভাবে কেটে যায় আরো দুদিন। কাশতে কাশতে বুক ও গলা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। মনে হয় বুকের হাড়গুলো পঁচে গেছে। রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারি না। ৭ এপ্রিল ফোন দেই মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর হারুন সাহেবকে। তিনি ঢাকা মেডিক্যালের চিকিৎসকের দেয়া ওষুধ কিছুটা পরিবর্তন করে নতুন দুটি ওষুধ দেন।। কিন্তু এতেই কোনো কাজ হয় না। মনের মধ্যে করোনার ভয়টা দানা বাঁধে। তাই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগের চেষ্টা করতে থাকি।। কিন্ত আমার কপালে তাদের সহযোগিতা মিলে না।। তাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। সেটি দেখে ৯ এপ্রিল সকালে ফোন দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদুল হক। তিনি বলেন, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ভাইয়ের মেয়ে আইইডিসিআর-এ চাকরি করেন। আমি যেন এখনই বাদশা ভাইকে ফোন দেই।। তার কথামতো বাদশা ভাইকে ফোন দেই। তিনি বলেন, তোর ভাতিজি ডা. সাদিয়া আইইডিসিআর-এ আছে। ও এখন বাসায় আছে, আমি ফোনটা দিচ্ছি। তুই সমস্যাগুলো ওকে বল।। সাদিয়া আমার সমস্যার কথা শুনে বলে, আঙ্কেল আপনি আর এক মুহূর্ত দেরি না করে পিজি অথবা ঢাকা মেডিকেলে গিয়ে করোনা টেস্ট করান। এরপর কথা শেষ হলে দ্রুত রেডি হয়ে চলে যাই শাহবাগ পিজি হাসপাতালের করোনা ইউনিটে।। যেটা সাবেক বেতার ভবনে অবস্থিত। ৩০ টাকা দিয়ে টিকিট কেটে প্রথমে ডাক্তার দেখাই। সব কিছু শুনে ডাক্তার করোনা পরীক্ষা ও একটা এক্সরে দেন। প্রায় দুই ঘন্টা অন্য রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে করোনার নমুনা দেই। এরপর এক্সরে বিভাগে গিয়ে এক্সরে করাতে চাইলে সেখান থেকে বলা হয়, লকডাউন খোলার পর আসেন। এখন এক্সরে করা যাবে না। পরে বাসায় চলে আসি আর আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সব চাওয়াই কি আর সৃষ্টিকর্তা পূরণ করবেন?? ১০ এপ্রিল দুপুরে ঢাকা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, আমার করোনা পজেটিভ। মরন ঘাতক বাসা বেঁধেছে আমার শরীরে। মুহূর্তে দুচোখে অন্ধকার নেমে আসে। পরিষ্কার আকাশে যেনো কালো মেঘ বাসা বেঁধেছে। মৃত্যুভয় ঘিরে ধরে চারপাশ থেকে।। চোখের সামনে ভেসে উঠে স্ত্রী-সন্তানের ছবি। আমি মরে গেলে তাদের কি হবে?? মেয়ে দুটির লেখাপড়া কেমনে চলবে?? তাদের জন্য তো কিছুই করতে পারিনি। মরে গেলে লাশটা বাড়ি নেয়ার এ্যাম্বুলেন্স ভাড়াও তাদের কাছে নেই। কি অসহায় হয়ে যাবে আমার আদরের ধনরা। এসব ভাবনায় বুকের ব্যাথাটা আরো বেড়ে যায়, সেই সঙ্গে কাশি। নীরব কান্না চাপা দিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে হাসিমুখে কথা বলি। কিছুক্ষণের মধ্যেই থানা থেকে ফোন দিয়ে বাসার ঠিকানা নেন। তাদেরকে বাসায় আসতে নিষেধ করলেও ১০ মিনিটের মধ্যে তারা বাসায় এসে লকডাউন করে দেয়। আশেপাশের লোকজনকে জানান, আমি করোনা পজেটিভ। এরপর প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দারা বাসায় এসে স্ত্রী-সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করেন। করোনা পজেটিভের বিষয়টি জানাই আমার প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ডের নেতৃবৃন্দকে। ইতোমধ্যে বিষয়টা ছড়িয়ে যায় পুরো মিডিয়া পাড়ায়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অগণিত ফোন আসতে থাকে। কেউ সান্ত্বনা দেন। কেউ সাহস যোগান, কেউ বা সহায়তার হাত বাড়ান। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। সন্ধ্যায় ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক ভাই ফোন করে জানান, উত্তরা রিজেন্ট হসপিটালে আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, আমি যেন স্ত্রী-সন্তান নিয়ে হাসপাতালে চলে যাই। পরদিন তাদেরও করোনা পরীক্ষা করা হবে। রাত 9 টায় বাসার সামনে অ্যাম্বুলেন্স আসে। আমরা আমরা সবাই এ্যাম্বুলেন্সযোগে চলে যাই উত্তরা রিজেন্ট হসপিটালে। সেখানে যাওয়ার পর আমাকে একটি কেবিনে নেয়া হয়। ভাবি আমার স্ত্রী সন্তানকে হয়ত আলাদা কোনো জায়গায় রাখা হবে। কিন্তু না। প্রায় ৩০ মিনিট পর তাদের আমার কেবিনে নিয়ে আসা হয়। কেবিনে বেড দুটি, একটি সোফা সেট। চারজন মানুষ কিভাবে থাকব?? জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, এভাবেই থাকতে হবে। আর কোনো কেবিন খালি নেই। কি আর করা। একজন করোনা পজেটিভ রোগীর সঙ্গে তিনজন সুস্থ মানুষ। ১২ তারিখ তাদের নমুনা নেয়া হয়। ১৪ তারিখ রাতে রিপোর্ট আসে বড় মেয়ে ও স্ত্রীর করোনা পজেটিভ। ছোট মোয়েটার নেগেটিভ। মাথার মধ্য আবারও বজ্রাঘাত। এখন কি হবে?? আমরা তিনজনই বাসায় ফিরতে পারব তো?? নাকি হারাতে হবে কোনো একজনকে। এসব ভাবনায় আরো অসুস্থ হয়ে পড়ি। এক সময় ভাবি, জীবনে তো অনেক যুদ্ধ করেছি। কখনও হারিনি। তাই এবারও হারব না। করোনাকে জয় করতেই হবে। মনে মনে সৃষ্টিকর্তার সহযোগিতা প্রার্থনা করি। ১৫ তারিখ ছোট মেয়েটাকে আমার শ্যালকের মাধ্যমে বাসায় পাঠিয়ে দেই। কিন্তু প্রতিবেশীরা তাদের বাসায় ঢুকতে বাধা দেন। ফোন দেই থানায়। সহযোগিতা চাই। এছাড়া ফ্ল্যাট মালিকদেরও অনুনয়-বিননয় করতে থাকি। অবশেষে ভবনটির ল্যান্ড ডোনার দেলোয়ার সাহেব দায়িত্ব নিয়ে তাদের বাসায় প্রবেশের ব্যবস্থা করেন। তবে শর্ত তারা দরজার বাইরে প্রবেশ করতে পারবে না। বাসায় ১০ বছরের ছোট মেয়ে আর হাসপাতালে আমরা তিন জন। জীবনের প্রথম বাবা-মা ছাড়া আমার ছোট্টমনিটা। পরদিন সকালে ভিডিও কল। কান্না করতে করতে তার দুচোখ ফুলে গেছে। ভিডিও কল দিয়েই আবার কান্না। ও বাবা তুমি আসো না কেন?? তুমি কখন আসবা?? মেয়েটার এই অসহায় অবস্থা দেখে বুকের ভেতর হুহু করে কেঁদে উঠে। নিজের কষ্ট বুকেই চাপা দিয়ে মেয়েটাকে সান্ত্বনা দেই। নিজের ভেতরের কান্নাকে আড়াল করে, নানা কিছু বলে তাকে হাসানোর চেষ্টা করি। এভাবেই চলতে থাকে। এরই মধ্য বায়ো থেরাপীর একটি ভিডিও পাই। সেটা ফলো করি। হাসপাতালে ভর্তির পর এ্যান্টিবায়োটিক দেয়া হয়। যার মধ্যে ছিলো রিকোনিল, এজেড ৫০০, মোনাস টেন, টোফেন, সিভিট। গরগলা করার জন্য ভায়োডিন। প্রতিদিন একটি ইলেক্ট্রিক কেটলিতে আদা, লেবু, লবঙ্গ, দারুচিনি, গেলমরিচ দিয়ে পানি ফুর্টিয়ে সেই পানি একটি বাটিতে রেখে মাথা চাদর দিয়ে ঢেকে দেই, যাতে বাষ্পটা বাইরে যেতে না পারে। পরে নাক দিয়ে বাষ্পটা টেনে নেই। এভাবে ৭/৮ মিনিট করার পর, সেই পানিটা খেয়ে ফেলি। বাষ্প টানার সময় মুখে হাল্কা গরম লাগলেও নাকে ও গলায় আরামবোধ করি। মনে হয়, কি একটা যেন গলে যাচ্ছে। এভাবে প্রতিদিন ৫/৭ বার করতে থাকি। এছাড়া হাল্কা গরম পানির সঙ্গে ভায়োডিন দিয়ে প্রতিদিন ৫/৬ বার গরগলা করি। ২০ তারিখ আমাদের পুনরায় নমুনা নেয়া হয়। ২২ তারিখ আমার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। তাকে ওইদিনই এ্যাম্বুলেন্স যোগে বাসায় পাঠিয়ে দেই। ২৩ তারিখ আমার ও বড় মেয়ের নেগেটিভ আসে। পরে ওইদিনই আমাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এখানে আরেকটি বিষয় বলা হয়নি, আমার মধ্যে নানা উপসর্গ থাকলেও আমার স্ত্রী ও বড় মেয়ের কোনো উপসর্গ ছিলো না। দীর্ঘদিন হাসপাতালে কাটালেও তারা একবারও একটি কাশিও দেয়নি। বিষয়টি জানতে চিকিৎসককে জিজ্ঞাসা করলে বলেন, আমাদের দেশে ৩০ শতাংশ লোক সম্পূর্ণ উপসর্গহীন ভাবে করোনা ভাইরাস বহন করছে। মুলত এদের মাধ্যমেই ভাইরাসটা বেশি ছড়াচ্ছে।
২৩ তারিখ বাসায় এসে আরো ১৪ দিন হোম কোয়ারাইন্টাইনে কাটাই। গত ১৬ মে পিজি হাসপাতালে আবার এ্যান্টিবডি টেস্ট করাতে নমুনা দেই। ২০ এপ্রিল সেখানকার চিকিৎসক ডা. শরসিন্ধু জানান, আমি সম্পূর্ণ সুস্থ। আমার শরীরে যথেষ্ট এ্যান্টিবডি আছে। তাই আমি চাইলে করোনায় আক্রান্ত সিরিয়াস ৪ জনকে প্লাজমা দিয়ে সহযোগিতা করতে পারব।
সকলের কাছে বিনীত অনুরোধ, কারো করোনা পজেটিভ হলেই মনোবল হারাবেন না। মনে সাহস রাখবেন। তাহলেই পরাজিত হবে এই গোপন শত্রু।।।
সবাই ভালো থাকবেন। শুভ কামনা।।
মোঃ এএমদাদুল হক খান
সাংবাদিক, চলচ্চিত্র ও নাট্য নির্মাতা।
মোবাইল : ০১৭১৬-৮৮০১৮৪।
Email : emdadbd01@gmail.com.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম