মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রবলশক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের নুরজাহান বিবি অন্যের একটি গোয়াল ঘরে থাকতেন নিঃস্ব সেই মহিলাটির শেষ সম্বলও কেড়ে নিল ঘূর্ণিঝড় আম্পানে।
সরেজমিনে গিয়ে জানাযায় সুপার সাইক্লোন আম্পান শক্তি কিছুটা হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। তখন ঐ রাতের ঝড়ে প্রচন্ড বাতাসের গতিতে নুরজাহান বিবির ঘরটি বিধ্বস্ত হয়ে পড়ে যায় এখন তার থাকার জায়গা হলো খোলা আকাশের নিচে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান,র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি নুরজাহান বিবির কাছে গিয়েছিলাম, তিনি খুব মানবতার জীবন যাপন করেন তার জন্য আজকে সরকারি তহবিলের ১০ কেজি চাল দেয়া হয়েছে এবং তার জন্য উপজেলায় ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। তার পরেও এখন আপাতত তার থাকার জন্য আমি কিছু টিন দিয়ে তার ঘরটি তুলে দিব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান শ্যামল বাংলা কে বলেন, নুরজাহান বিবি মানবতার জীবন যাপন করেন অতি দ্রুততার সহিত উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করা হলে তার ঘরের ব্যবস্থা করা হবে।