সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও : করোনা প্রাদুর্ভাব ও
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের কেনাকাটা না করে সেই অর্থ খেটে খাওয়া ও কর্মহীন ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন আব্দুল্লাহ- আল-মামুন।
শুকবার সকালে ঠাকুরগাঁও শহরের পৌর এলাকার ১০নম্বর ওয়ার্ডে অসহায়,দিনমুজুর ও দুস্থতের বাড়ি বাড়ি গিয়ে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন মামুন।
মামুন শহরের কলেজ পাড়ার বাসিন্দা । তিনি জেলা ও দায়রা জর্জ আদালতের আপিল সহকারি।
মামুনের এমন মহানুভতা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন কর্মহীন দুস্থরা। তারা মনে করেন মামুনের এই মমত্ববোধ ও ভালোবাসা দেখে বিত্তবানরাও দেশের দুর্যোগকালীন এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ত্রাণ পেয়ে ওই এলাকার ১২বছর বয়সী দৃর্ষ্টিহীন আরিফ বলেন,আজ কয়েক মাস হলো বাবা কর্মহীন হয়ে আছেন। ঈদের সেমাই-চিনি তো দুরের কথা চাল টুকুও নেই। এ অনাহারে থাকাকালীন সময়ে মামুন ভাই আমাদের জন্য সেমাই,চিনি,দুধ ও পোলাওয়ের চাল এনে ঘরে পৌঁছে দেন।
এই ব্যাপারে মামুন বলেন, ‘এই বিপর্যয়ের সময়ে মানুষের কষ্ট দেখে নিজে শপিং করে ঈদ আনন্দ উপভোগ করার মতো কঠোর হতে পারি নি। যেই টাকাটা দিয়ে নিজের জন্য শপিং করতাম সেই টাকা যদি কিছু মানুষের ক্ষুদা নিবারণে সাহায্য করে তাতেই আমি খুশি। যাদের সামর্থ্য আছে তাদের সকলেরই উচিৎ অসহায় মানুষদের এই কষ্টের সাথী হওয়া।’
উল্লেখ্য এর আগেও শহরের কলেজ পাড়ায় তাঁর মালিকানাধীন দুটি মেসের ৪০জন শিক্ষার্থীর ৬মাসের ভাড়া মওকুফ করে দিয়েছিলেন তিনি। সে সময় জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা মামুনের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।