মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘পাঁচরা জনকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে ১৬০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম পৌর ভবনে এ উপলক্ষে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা, পৌর মেয়র মো. মিজানুর রহমান। সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ কাজী নজরুল ইসলাম কামাল, পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য মো. মাহবুব, শ্রমিক লীগ নেতা মো. জামাল উদ্দীন পাটোয়ারী, আসমাতুন্নেছা-রশিদ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেতনা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল আলম সবুজ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন, সমাজসেবী মো. রেজাউল, পাঁচরা জনকল্যাণ সংস্থার সদস্য আব্দুল জলিল অনু, কাজী শাহাদাৎ হোসেন, মো. রেদোয়ান, সাগর, ফারুক, মহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় পাঁচরা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।