শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মা -মাছ।গত কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাত হলে নদীতে পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পেলে ডিম ছাড়েন মা-মাছ।প্রতিবছরের মতো এবারো হালদা নদীতে উৎসবের আমেজে ডিম সংগ্রহ করছেন স্থানীয় মৎস্যজীবীরা।২১ মে বৃহস্পতিবার নমুনা ডিম ছাড়ে মা মাছ। ২২মে শুক্রবার সকাল ৭টায় মা-মাছ ডিম ছাড়ার তথ্য নিশ্চিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।সকালেই দলে দলে ডিম ছাড়তে শুরু করে মা-মাছা।কার্প জাতীয় মা-মাছ ডিম ছাড়ার জন্য নদীর তলদেশ থেকে ভেসে উঠে।আর এসব ডিম সংগ্রহ করছেন নদীর দু”পাড়ে থাকা অভিজ্ঞ, দক্ষ,পরদর্শী জেলেরা।মূলত হালদা নদীর কাগতিয়ার আজিমের ঘাট,খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া,মার্দাশা ইত্যাদি এলাকায় ডিম পাওয়া যায় বেশি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, এসব এলাকায় শত শত মৎস্যজীবী সারি সারি নৌকায় ডিম সংগ্রহ করছে।পুরো হালদাজুড়ে বইছে আনন্দ-উৎসবের আমেজ। উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, মা মাছের ডিম সংগ্রহের পর রেণু ফোটানোর জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারী- রাউজান উপজেলার মধ্যে মোট ৫টি সরকারি হ্যাচারি ও ১৬৭টি কুয়া প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে রাউজানের অংশে ৬৮টি কুয়া প্রস্তুত করেছে। এছাড়া স্থানীয়রা আরও শতাধিক কুয়া প্রস্তত করেছে। স্থানীয় প্রশাসন ডিম সংগ্রহ ও রেণু ফোটানো,বিক্রিসহ সব বিষয়ে সহায়তা করছেন।
হালদা নদী বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া কলেন,হালদায় মা মাছ ডিম ছেড়েছে। সকাল থেকে ডিম সংগ্রহ করছেন ডিম সংগ্রহকারীরা।হাটহাজারী ও রাউজানের বিভিন্ন স্থানে প্রায় ৬শ ১৬ জন ডিম সংগ্রহকারী ২৮০ টি ছোট ছোট নৌকা নিয়ে ডিম সংগ্রহ করছে।আমরা নিয়মিত তদারকি করছি। তবে লকডাউনে কলকারখানা বন্ধ থাকায় দূষণ অনেকটা কমে গেছে।গত ২০২৯ সালের ১৫ মে ডিম ছাড়ে হালদায় মা মাছ। আহরণ করা প্রায় ১০ হাজার কেজি ডিম থেকে ২০০ কেজির বেশি রেণু উৎপাদিত হয়েছিল। তবে এবার ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ডিম সংগ্রহের আশা করি।