মাহমুদুল হাসান, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার
মৌডুবী ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঈদ সামগ্রী বিতরণ করলেন।
শুক্রবার(২২মে) বিকেল ৩:টায় ভিপি নুরুল হক নুরের তত্যাবাধনে মৌডুবী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে রবিউল ইসলাম অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা বরিউল ইসলাম বলেন, করোনার এই মহামারির শুরু থেকেই অামরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের মানুষকে সচেতনতা করার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ভিপি নুরের সহযোগিতায় রাঙ্গাবালীর মৌডুবীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি দিয়েছি।
পাশাপাশি অারও কিছু পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে।