নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় এতিম শিশুদেরকে ঈদসামগ্রী উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনবাহিনী। শুক্রবার দুপুরে উপজেলার তিনটি মাদরাসা ও এতিমখানায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের আল-ফালাহ্ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, মাহ্দিয়াত আলী এতিমখানা এবং দক্ষিণ রাজাপুর নূরানী তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানা।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের ২৮ব্রিগেডের ৪৩বীর ইউনিটের বিএ-৬৭৬১ লেফটেন্যান্ট কর্ণেল শামস ইয়াসীন খান (পি.এস.সি) ও বিএ-১০৬২২ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ খান জানান, দুঃস্থ ও এতিম শিশুদের জন্য নগদ ৫০০০ টাকা এবং পোলাউ চাল, চিনি, সেমাইসহ এসব ঈদসামগ্রী মাদ্রাসা প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। এসময় শরণখোলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অতীশ সরকার উপস্থিত ছিলেন।