এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে শুক্রবার রাত সাড়ে ৮ টায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান (৩০) নিহত হয়েছে। এসময় র্যাবের
২ সদস্য আহত হয়েছে । আহতদের শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । ঘটনাস্থল থেকে র্যাব অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে ।
র্যাব -১ এর সূত্রে জানা যায়, রাত সাড়ে আট টায় টঙ্গীর মাজার বস্তির পাশে বালু মাঠে এক দল সন্ত্রাসী মাদক বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে র্যাবের-১ এর একটি দল সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় । পরে আত্মরক্ষার্থে র্যাবের পাল্টা গুলি ছুড়লে হাসান গুলিবিদ্ধ হয়ে ঘটনস্থলে মারা যায়।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান উদ্ধার করে র্যাব । ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাসানের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষণ, মাদক আইনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় ১৮/২০টি মামলা রয়েছে ।
এদিকে র্যাব -১ এর এই কাজে সাধারণ মানুষের মাঝে খুশির হাওয়া বইছে। বৃহস্পতিবার রাতে শিশু চাঁদনী ধর্ষনকারী কে র্যাব -১ সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর পরই শুক্রবার রাতে আরো একটি বন্ধকযুদ্বে সন্ত্রাসী হাসান নিহত হয়।