মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মো. লিটন (৩৯) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছে। নিহত লিটন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. হাবিবুর রহমান চেরাং এর ছেলে এবং বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি বজলুর রশীদ বুলুর ভাগিনা। করোনায় আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার (২২ মে) মৃত্যু বরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।