মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’ এর উদ্যোগে কোনো প্রকার ফটোশেসন ছাড়াই অর্ধ শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার ও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে ও জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামে এ উপহার সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনের সদস্যরা। ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সৈয়দ রেহান, শহিদুল ইসলাম রকিব, সালাউদ্দিন বাপ্পি, আতিকুল ইসলাম বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।