মাহবুবুর রহমান : করোনা ভাইরাসের সংকটে নোয়াখালীর সোনাইমুড়িতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
ফাউন্ডেশনটি সোনাইমুড়ির বিভিন্ন স্থানে প্রায় ৩,০০০নিম্নআয়ের দিনমজুরসহ অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী, ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন।
এ বিষয়ে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোঃ বোরহান উদ্দিন বলেন, দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত একটি সুখি সমাজ গড়ে তোলাই মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন এর প্রধান উদ্দেশ্য। চলমান এই সংকট নিরসনে সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এই সংগঠন।
তিনি আর ও বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলের সচেতন থাকতে হবে এবং সামাজিক দ্বায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন সোনাইমুড়ি উপজেলা ভিত্তিক একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। ২০১৫ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ আরো বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনটি নিয়োজিত।