অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চলমান করোনা পরিস্থিতিতে থেমে নেই সীতাকুণ্ডে মানুষজনের আনাগোনা। অন্যদিকে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার।
ইতিমধ্যে সীতাকুণ্ডে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ জন এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
শনিবার ২৩ মে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন, বাজার মনিটরিং ও বাংলাদেশ সেনাবাহিনীকে আইনগত নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভা, কলেজ গেইট, বাড়বকুণ্ড বাজার, কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজার ও রয়েল গেইট পরীর রাস্তায় ভ্রাম্যমাণ আদালত ১০টি মামলায় ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুণ্ড পৌর বাজারের প্রীতি স্টোরকে ৫ হাজার টাকা এবং বড় কুমিরা বাজারের ইদ্রিছ স্টোরকে ৮ হাজার টাকা ও রয়েল গেট পরীর রাস্তার একটি মুদি দোকানকে ২জাজার ৫শ’ত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসব দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সীতাকুণ্ড পৌর বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোরকে ১০হাজার টাকা, বড় কুমিরা বাজারের আনসারী সুজকে ৫হাজার টাকা, কুমিরা ডিপার্টমেন্ট স্টোরকে ২হাজার ৫শ’ত টাকা, রাজু সু স্টোরকে ২হাজার টাকা ও আলিফ টেইলার্সকে ২হাজার ৫শ’ত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সীতাকুণ্ড পৌর বাজার ও বড় কুমিরা বাজারে শারীরিক দূরত্ব না মানায় দুইটি ভিন্ন মামলায় ৫জনকে মোট ৫শ’ত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
করোনা পরিস্থিতিতে জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।