নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটের খোশারপাড় ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র প্রায় ১০০ পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এদিকে, গ্রামে রমজান মাসে কোরআন খতমকারী তরুণদের মাঝে উপহার সামগ্রী ও স্থানীয় এক প্রবাসীর অর্থায়নে এবং ইউনিয়ন যুবলীগ নেতা চাঁন মিয়া তালুকদারের তত্ত্বাবধানে প্রায় ১০০ পরিবারে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার ও আজ শনিবার এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, ওই গ্রামে বিভিন্ন মানবিক ব্যক্তিবর্গ খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।
বিতরণে সহযোগীতা ও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা এইচ এম মহিন উদ্দিন মিয়াজী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা চাঁন মিয়া তালুকদার, ডা: অলি উল্লাহ, ব্যাংক কর্মকর্তা রবিউল হক ভূঁইয়া জুয়েল, ব্যবসায়ী রবিউল হক ভূঁইয়া রুবেল, যুব নেতা ফয়েজ আহম্মেদ, প্রকৌশলী শাহ আলম, আবুল খায়ের গ্রুপ কর্মকর্তা আইউব নবী, প্রকৌশলী নজরুল ইসলাম শুভ, গাজী জাকারিয়া, প্রবাসী মো: মামুন, আব্দুল্লাহ আল নোমান, আহসান উল্লাহ, মাসুম বিল্লাহ, আবুল হাশেম, মো: সোহাগ ভূঁইয়া, আনোয়ার হোসেন,
সমাজ সেবক নজরুল ইসলাম ভূঁইয়া সোহেল, জামাল উদ্দিন, আজিম উদ্দিন ভূঁইয়া, আবুল কালাম আজাদ, রহমত উল্লাহ মহিন, আফসার উদ্দিন হেলাল, ব্যবসায়ী এনায়েতুল্লাহ মোল্লা সিহাব, প্রবাসী কাজী তারেক সাইমুন, হাফেজ মাওলানা খোরশেদ আলম, ইস্রাফিল আশিক, দৈনিক কুমিল্লার সংবাদের নির্বাহী সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, রাসেল ভূঁইয়া, প্রবাসী মীর হোসেন, শাহ এমরান, সুরুজ মিয়া, কামাল হোসেন, মো: খোকন, সোহাগ, মো: নবী, বিল্লাল হোসেন, আল আমিন, মো: রাজু, রেজাউল করিম, মেহেদি হাসান, গাজী তোহা, রাশেদুন্নবী নাদিম, দেলোয়ার সবুজ, আফজাল হোসেন, উদয়, সাকিব প্রমুখ।
অপর দিকে, গত ৮ মে শুক্রবার পেরিয়া ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ (পিডিএফ) এর উদ্যোগে ওই গ্রামে মাছ, মাংস ও তরিতরকারি বিতরণ করা হয়েছে। এর আগে, গত ১৮ এপ্রিল শনিবার সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী তার পারিবারিক অর্থায়নে প্রায় ১০০ পরিবারে খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌঁছে দেন।
খোশারপাড় গ্রামে উপহার সামগ্রীতে ভিন্নতায় উপহার গ্রহীতারা বেশ খুশি।