নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ আমানুল্লাপুরে আওয়ামীলীগের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৪ জন।
জানা যায়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পালোয়ান পুলের দিকে রোগী দেখতে গেলে সেক্রেটারি খোকনের গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায় এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধরা হলো রুবেল,পারভেজ পলাশ ও হৃদয়।
পরে তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল সহ বিভিন্ন দোকানপাট ভাঙচুর করলে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বেগমগঞ্জ অফিসার ইনচার্জ হারুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সেক্রেটারি দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।