চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে ০৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এদিকে নতুন ৭ জনসহ চৌদ্দগ্রাম উপজেলায় ২৫ মে পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে দুই জন সুস্থ হয়েছেন। আরেকজন চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কার্ভাডভ্যান চালক ফারুক হোসেন নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তরা হচ্ছেন – চৌদ্দগ্রাম পৌরসভার রামরায় গ্রামের রফি উল্যাহ (২৪), ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সাগর (২৯), বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের বদিউর রহমান (৪২), আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের জাহিদ হোসেন মোল্লা (৪৭), সাইফুল ইসলাম (৩২), আবুল বাশার (৬০) ও শরিফা বেগম (৫৫)। গত ২৩ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।