লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী- কাকেয়া টেপা- পূর্ব সাপটানা (নয়ারহাট/ মাটিয়া মসজিদ) সড়কের দলবাড়ীর দোলার সেতুটি সংস্কারের অভাবে জটিল আকার ধারণ করেছে। তৈরি হয়েছে মরণ ফাঁদ। বর্তমানে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন, কুলাঘাট ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভার অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তিতে পড়বে। উক্ত সড়কের দলবাড়ীর দোলার সেতুর উপর মাঝখানে ঢালাই ভেঙ্গে রদ বেড় হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে নেই কোন সর্তকতার চিহ্ন।