মোঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো: জিল্লুর রহমান(২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত জিল্লুর রহমান শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
২৫মে সোমবার সন্ধা ৬টার দিকে দোরাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান– ঈদের দিন নিহত যুবক দ্রুত গতিতে মটর সাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে দোরার নগর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদরের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।