মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:- মানিকছড়ি উপজেলায় এই প্রথম ‘করোনা’র উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। প্রশাসনের উদ্যোগে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহে মেডিক্যাল টিম, দাফন-কাফনে স্বেচ্চাসেবী দল ও পুলিশ সরজমিনে পাঠানো হয়েছে।
পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. কোরবান আলীর মেয়ে গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২৩) গত ১৯ মে প্রশাসনের অজান্তে গ্রামের বাড়িতে আসে।
গত ৩-৪ দিন ধরে সে স¦র্দি, কাশি, জ্বর ও গলা ব্যাথায় ভুগছিল। অভিভাবকরা মেয়ের অসুস্থতার ধরণ নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে গেলে তারা উপজেলা হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসার কথা বললেও লোক-লজ্জার ভয়ে তারা চিকিৎসকের কাছে না এসে জর ও ব্যাথার ওষুধ (প্যারাসিটামল)সেবন করান।
কিন্তু কিছুতেই ওই গার্মেন্টস কর্মীর শরীরে ‘করোনা’ উপসর্গ কমছিল না। ফলে আজ মঙ্গলবার (২৬ মে) বিকাল আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ খবর জনপদে ছড়িয়ে পড়লে সর্বত্র আতংক নেমে আসে। ‘করোনা’র উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় গ্রামের কেউ তার দাফন-কাফনে রাজি না হওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত প্রশাসনের নজরে আসে। যার ফলে সন্ধ্যা সাড়ে ৬টার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহে একটি টিম, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুত থাকা একটি দাফন-কাফন টিম নিয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান,জ্বর, গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গে গার্মেন্টস কর্মীর মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করতে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
পাশাপাশি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে প্রস্তুত রাখা একটি দাফন-কাফন টিম ও পুলিশ সরজমিনে রয়েছে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।