শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
৮দিনে ব্যবধানে দু”প্রবাসীর মুত্যু হয়েছে। তাঁর দু”জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।গত ১৭ মে ওমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মোহাম্মদ লোকমান (৪৮)। ২৫ মে সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মোহাম্মদ হারুণ (৪২)ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।তাঁর দু”জন রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদের পুত্র। মৃত নজির আহমেদের তিন পুত্র বলে জানা যায়। এরমধ্য ১ম পুত্র ও ২য়পুত্র করোনায় মৃত্যু বরণ করেন।তিন জনে প্রবাসে জীবনযাপন করেন।বড় ছেলে লোকমান ওমানে থাকতেন,মেঝ ছেলে মোহাম্মদ হারুন দুবাইতে থাকতেন আর ছোট সন্তান মোহাম্মদ রফিক আবুধাবীতে রয়েছে।সম্প্রতি সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রবাস জীবনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত নজির আহমদের তিন পুত্রের মধ্যে লোকমান ও হারুনের উপসর্গ দেখা দিলে নমুনা পরিক্ষা করে দু”জনের।পরে দুজনের করোনা রিপোর্ট পজেটিভ আসলে ওমান ও দুবাইতে হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন দুই ভাই।স্থানীয়রা জানান, গত ১৭ মে হারুনের বড় ভাই ওমানপ্রবাসী লোকমানও করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলে মাত্র ৮ দিনের ব্যবধানে দুবাইপ্রবাসী হারুনের মৃত্যুর খবরে তার পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এইদিকে ঈদের দিন করোনা উপসর্গ নিয়ে মারা যান দুই জন।এরমধ্য একজন হলেন ডাক্তার আরেকজন চট্টগ্রাম বন্দরের কর্মচারী।দু”জনে চট্টগ্রামের নগরীতে বসবাস করতেন।সেখানে তাঁর মারা যান।সুত্রে জানা যায়, দুপুরে চট্টগ্রাম শহর থেকে আসা কয়েকজ লোকজন তাদের দাফন সম্পন্ন করে।তবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কেউ নিশ্চিত করতে পারেননি।এনিয়ে রাউজানে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ আক্রান্ত সংখ্যা ১৩ জন।