রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় মাহমুদপুর মহল্লায় বিষাক্ত স্পিরিটপানে ৩ জনের মৃত্যু হয়েছে, আজ বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিরামপুর থানার পরিদর্শক মনিরুজ্জামান জানান, ঈদের রাতে কয়েকজন মিলে নেশা জাতিয় রেক্টিফাইড স্পিরিট পান করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাদের অবস্থা আশংকাজন হলে স্বজনরা দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এনে ভর্তি করে দেয়। সেখানেও অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেঙ্ এর চিকিৎসক অসুস্থ্যদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার আগেই তারা আজ বুধবার ভোর ৬টায় ৪ জন মারা যায়।
নিহতরা হচ্ছেন আব্দুল মতিন,আজিজুল, মহসিন ও মঞ্জুয়ারা বেগম তাদের বাড়ী বিরামপুর উপজেলায। গুরুত্বর অসুস্থ্য আরো ১জনকে উন্নত চিকিতসার জন্যে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকতা তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।