শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ডের আনচার আলী গোমস্তার বাড়ীর মোহাম্মদ নাছের(৫১ ) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। তিনি দিকে গত বৃহস্পতিবার রাতে নগরীর হামজারবাগ এলাকায় মারা গেলে তাঁর আত্মীয়স্বজন লাশ ফেলে চলে যায়।এমনকি সমাজের মানুষ কেউ এগিয়ে অাসেনি লাশ দাফন করার জন্য। খবর পেয়ে লাশ দাফন করার জন্য এগিয়ে আসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার একটি স্বেচ্ছাসেবক টিম। শুক্রবার সকালে এটিম মৃত ব্যক্তিকে গোসল দিয়ে পারিবারিক কবরস্থানে সামাজিক দূরত্ব বজায় রাখে দাফন সম্পন্ন করেন।এ কাজে অংশগ্রহণকারী উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান বলেন ‘নাছেরের দাফন, জানাজার কাজে এলাকার কেউ এগিয়ে না আসায়, আমি জানাজার ইমামতি করি।কাফন, দাফনের কাজ সব সম্পন্ন করেন আমাদের সংগঠনের বেশকিছু কর্মকর্তা।