শামীমুর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ১৭ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ মে) পর্যন্ত করোনা পরীক্ষায় ১০ পুলিশ সদস্যের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
তাদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাংলানিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, “চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে মোট ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন।”
মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, “একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”