লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটে একটি ব্রিজ আছে, গ্রামীণ সংযোগ যাতায়াতের সড়কও ছিল, যা বন্যায় ভেঙে গেছে। বছরের পর বছর পার হলেও ওই অবস্থায় ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। সেখানে সংযোগের রাস্তা নেই।
সংযোগ বিহীন ব্রিজটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথীর পূর্ব পার্শ্বে দিঘীরপাড় নামক স্থানে। এতে ভোগান্তিতে পড়েছে দূর্গাপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। ব্রিজটি সংযোগ স্থাপন করেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মূল সংযোগ সড়কের সঙ্গে। বছরের পর বছর পার হলেও মেরামত হয়নি ব্রিজ ও সংযোগ সড়কের।
অনুসন্ধানে জানা গেছে, বন্যার পানিতে ব্রিজটির সংযোগস্থলের মাটি সরে যায়। তার পর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রিজটির অভাবে দুই পাশের মানুষ দুর্ভোগে পড়েছে।