নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুচীকে মারধর অভিযোগ পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেবের বিরুদ্ধে।
মঙ্গলবার উপজেলা ডক্টরস কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়,গতকাল হাসপাতালে মাস্টার রোলে চাকুরি করে জাবেদ হোসেন নামের এক যুবক তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গালাগাল করে এক পর্যায়ে চড়,থাপ্পড়,কিল ঘুষি মারে আহত করে।
আহত জাবেদ হোসেন বলেন, স্যার ফোন করে বাসায় ডেকে নিয়ে গিয়ে আমাকে বলে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে তুই জানসনি এ কথা বলে আমাকে গালাগাল করে আমাকে চড়, থাপ্পর, কিল-ঘুষি করে আমাকে বেড়ধক মারধর করে।আমি বিষয়টি অনিক স্যারকে জানিয়েছি।