লাভলু শেখ, স্টাফ রিপোটার।।
লালমনিরহাটে নতুন করে করোনায় ৯ জন অাক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে লালমনিরহাট সদর উপজেলায় ১ জন, কালিগন্জে ৪ জন, হাতীবান্ধায় ৩ জন ও পাটগ্রামে ১জন মোট ৯ জন ঘাতক করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৩৭ জন করোনা রোগীর মধ্যে ১৭ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছে। এখন মোট ২০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।শনিবার রাত পনে ১১ টায় লালমনিরহাট সিভিল সাজন নিমেন্দু রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।