মোঃ সাইফুল্লাহ / আজ ৩১ মে রবিবার দুপুরে
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মাগুরার যুবক শহীদুল ইসলাম সাঈদ (৪৫)। নিহত সাঈদের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন এর মালঞ্চী গ্রামে। সে মালঞ্চী গ্রামের হাকিম বিশ্বাস এর ছেলে। চট্টগ্রামে সে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিল।
নিহতের চাচাতো ভাই জানান, প্রায় ১৩ দিন আগে সাঈদ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তার ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়। নিহত সাঈদ করোনা পরিস্থিতির আগেই তার জমজ দুই সন্তান ও স্ত্রীকে শ্বশুরবাড়ীতে পাঠিয়ে নিজে কর্মস্থালে অবস্থান করছিলেন। এ ছাড়া তিনি নিহতের মরদেহ মাগুরাতে তার নিজ বাড়ীতে এনে নিয়ম মেনে দাফনের দাবী জানান।
সাংবাদিকদের কাছে যেকোন মূল্যে নিজের মৃত সন্তানের মুখ দেখার আকুতি জানান নিহতের মা।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান — নিহতের পরিবার যদি নিয়ম মেনে মরদেহ আনে এবং দাফন-কাফন করে তবে প্রশাসনের কোন আপত্তি নাই। আমাদের জানালেই হবে। শহীদুল ইসলাম সাইদের অকাল মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।