এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
একজন অসহায় মা সুবর্না ছেলে আব্বারুল কে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের ধারে ধারে।যখন কেউ এগিয়ে আসলো না ঠিক তখন ফেরেস্তা হয়ে একজন এগিয়ে আসলেন। তিনি আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আব্বারুল গ্রামের বাড়ি হায়দরাবাদ সুগন্ধিবাগ। তার অসহায় পিতা আনিছুর রহমান ঘটনাটি শুনে আনন্দে আত্মহারা হয়ে যান।এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি তার
চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি কে সার্বিক পরিস্থিতি জানার জন্য তার কাছে পাঠান।
এসময় মতিউর রহমান মতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর কথা মত তার চিকিৎসার জন্য সকল আশ্বাস প্রদান করেন। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি আববারুল কে চুম্বন দিলে আব্বারুলও বায়না করলেন সেও চুম্বন করবে। তখন মতিউর রহমান মতি তার গালটা বাচ্চাটির দিকে এগিয়ে দিলেন বাচ্চাটি তাকে চুম্বন দিলেন।
এদৃশ্য টি দেখে উপস্থিত সকলের চোখে পানি টলমল করতে লাগল। এসময় মতিউর রহমান মতি বলেন সত্যি এদৃশ্য বিরল।একজন অসহায় মানুষকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।