নইন আবু নাঈমঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বাগেরহাটের শরণখোলা ছাত্রদল। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছের চারা রোপণ করে দলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলনেতা মো. শামীম শিকদার জানান, জেলা ছাত্রদলের নির্দেশনায় শনিবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সড়কের পাশে ফলদ, ঔষুধীসহ নানা জাতের গাছের চারা লাগানো হয়েছে। কর্মসূচীর সার্বিক সহযোগীতায় ছিলেন, ছাত্রদল নেতা এনামুল হক, সুমন আকন, মিরাজ হোসেন, জুবায়ের আহমেদ রনি, আ. রহিম, মো. সিফাত, মো. ইব্রাহীম প্রমূখ।