শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী নাছির উদ্দীনের পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও একমাসের খাদ্য সামগ্রী দিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। রবিবার বিকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডসস্থ আনচান আলী গোস্তনীর বাড়ীতে গিয়ে নাছির উদ্দীনের পরিবারের মধ্যে এই আর্থিক সহযোগী দেয়া হয়।জমির উদ্দিন পারভেজ বলেন, প্রাণঘাতি করোনায় যাদের মৃত্যু হবে, তাদের পাশে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী থাকার ঘোষনা দিয়েছেন। সাংসদের নির্দেশে নাছেরের পাশে দাঁড়িয়েছি।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ সাবের হোসেন, সেন্টাল বয়েজ অব রাউজানেরর সভাপতি সাইদুল ইসলাম, ইউপি সদস্য ইখতিয়া উদ্দিন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।