মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজী আমির হোসেন ওরফে তনু মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তথ্যটি নিশ্চিত করেছেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব ও রামরায়গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, গত ২৮ মে কাজী আমির হোসেনের নমুনা সংগ্রহ করা হয়। ৩০ মে শনিবার সকালে তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাযা শেষে আমির হোসেনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আজ সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আমির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চৌদ্দগ্রামের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে এখন। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।