শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন রাউজান পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল। ১জুন সোমবার রাতে এই ত্রাণ সহায়তা দেয়া হয় পৌর ১নং ওয়ার্ডের নকিম বাড়িসহ আশেপাশের এলাকায়। এসময় উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক কদমতলী শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ ইজাজ উদ্দীন, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, উপদেষ্টা খোরশেদুল আলম চৌধুরী, ক্রীড়াব্যক্তিত্ব মাসুদুর রহমান,উপজেলা যুবলীগ সহ- সম্পাদক সাইদুর রহমান, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কে,এম, আব্দুল্লাহ আল্ মতিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, যুবলীগ নেতা শিপুল চৌধুরী, মোঃ আজম, মোহাম্মদ বখতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান, সুভাষ দাশ, মোঃ ওয়াসিম প্রমুখ। জানা যায়, করোনা দুর্যোগ সময়ে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।