1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৭২ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
বৈশ্বিক করোনা মহামারীতে আক্রান্ত বাংলাদেশ।
প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে সামাজিক সংক্রমণ।
ইতিমধ্যে দেশের প্রতিটি জেলা ও প্রায়ই উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দীর্ঘ দিন পরিবহন চলাচল বন্ধ থাকার পর ইতিমধ্যে গণপরিবহন চলাচলে কিছু শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।
এরমধ্যে চলাচলকৃত গণপরিবহনের যাত্রীও চালকদের স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার ২জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কুমিরা হাইওয়ে পুলিশের উদ্যেগে পৌর সদর উওর বাইপাস মোড়ে গণপরিবহনে যাত্রীদের মধ্যে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে একই দিন উপজেলার বড় দারোগার হাট বাস স্ট্যান্ড এলাকায় থ্রি হুইলারের মালিক ও চালকদের মহাসড়কে থ্রি হুইলার না চালানোর জন্য সচেতনতামূলক এক সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে সচেতন করতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা দিনভর প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখেন। এসময় যাত্রীদেরকে নিরাপদ দূরত্বে গাড়িতে বসা সহ তাদের সুরক্ষা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ।
কুমিরা ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান,বেশ কিছুদিন পর গণপরিবহন চলতে শুরু করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সুরক্ষা নিয়ম মেনে গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা উপস্থিত থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
মঙ্গলবারও সকাল ১০ টা থেকে আমি আমার ফাঁড়ির এসআই আব্দুর রাজ্জাক ও সকল কনস্টেবল সহ একত্রে গণপরিবহনে যাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি। অন্যদিকে যাত্রীসহ চালক ও হেলপার যথাযথ সামাজিক দূরত্ব এবং অন্যান্য সুরক্ষা মেনে চলাচল করছেন কিনা তা খতিয়ে দেখছি। গাড়ি চালক ও হেলপার যেন এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকেন সে নির্দেশনা প্রদান করছি। আমরা লকডাউন এরপর থেকেই এবং বর্তমানে গণপরিবহন চালু হওয়ার শুরু থেকেই একইভাবে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে যানবাহন গুলোতে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছি এবং তা চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম