শামীমুর রহমান, চট্টগ্রাম :
সিটি সার্ভিসের একটি বাসে অতিরিক্ত যাত্রী নেওয়ায় এবং মুখে মাস্ক না পরায় চালক ও হেলপারকে মারধর করেছে ক্ষুদ্ধ যাত্রীরা। পরে তাদের কানে ধরে উঠবস করানো হয়। গতকাল ৩১ মে বেলা ১১টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক একটি পেইজে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদে একটি সিটি বাসে অতিরিক্ত যাত্রী তোলার সময় বাসে থাকা অন্যান্য যাত্রীরা বাধা দেন। এসময় চালক ও হেলপার মুখে মাস্ক না পরায় যাত্রীরা একজোট হয়ে ওই দু’জনকে মারধর করেন। পরবর্তীতে কানে ধরে উঠবস করানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান আজাদীকে বলেন, বাস চলার সিদ্ধান্ত সোমবার থেকে। অথচ রোববার কিছু বাস চলাচল করেছে। আমরা পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছি। সোমবার থেকে বাস চালালে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে সেখানে বাস দাঁড়ানো যাবে না, বাসের দরজা বন্ধ রাখতে হবে, নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতে হবে, এক সিট ফাঁকা রাখতে হবে, বাস জীবাণুমুক্ত করে যাতে গাড়ি চালায় সেজন্য সব নির্দেশনা দেওয়া হয়েছে।