নিজস্ব প্রতিবেদকঃ দেশের বর্তমান সঙ্কটজনক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাগপা ছাত্রলীগ।
আজ বুধবার জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান ফারুকী, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সভাপতি ফয়সাল অরণ্য ও সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
নেত্রিবৃন্দ বলেন, ঢাকা শহরে পড়াশোনার তাগিদে আসা প্রায় ৬০ শতাংশ ছাত্রকে বাসা ভাড়া নিয়ে মেস পদ্ধতিতে থাকতে হয়। শিক্ষার্থীরা টিউশন, কোচিং বা পার্ট টাইম চাকরির আয় দিয়েই কোনরকমে বাসা ভাড়াসহ নিজেদের পড়াশোনার খরচ চালায়। অভিভাবকদের আয় বন্ধ হওয়ায় অনেক গরিব ছাত্র-ছাত্রী তাদের বাসা ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। করোনায় সাধারণ ছুটি ও লকডাউনের কারণে শিক্ষার্থীদের আয়-উপার্জনের সব পথ বন্ধ হয়ে গেছে। জাগপা ছাত্রলীগ নেত্রিবৃন্দ মানবিক বিবেচনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের আহ্বান জানান।