এফ এ নয়ন: বুধবার দুপুরে ইলেকট্রিক এর কাজ করতে গিয়ে খাইরুল (১৮) পিতা: হিরন মিয়া এর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনা কি উত্তরা কোটবাড়ী এলাকায় ঘটে। জানা যায় নিহত খায়রুল গতকাল দেশের বাড়ি থেকে ঢাকা এসে কাজে যোগদান করেন।
কোটবাড়ী বাংলা রেস্টুরেন্ট কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।এর পর তাকে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাংলা রেস্টুরেন্ট মালিক বিল্লাল হোসেন বলেন খাইরুল গতকাল দেশ থেকে এসেছে।সে ইলেকট্রিক কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। নিহত খায়রুল এর দেশের কালামুরিয়া পোস্ট:কুঠি ,কসবা ,বি বাড়ীয়া।সে কোটবাড়ী ফায়দাবাদ এলাকায় বসবাস করত।
এবিষয়ে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কতৃপক্ষ টংগী পূর্ব থানাকে অবহিত করেন। নিহতদের আত্বীয় স্বজন বলেছেন থানা থেকে লিখিত কাগজ পেলে তারা লাশ দেশে নিয়ে যাবেন।