অশোক দাশ, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে গভীর রাতে কাভার্ড ভ্যানের সাথে রড বোঝাই লরির সংঘর্ষে গুরুতর আহত হন ২জন।
বুধবার দিবাগত গভীর রাত পৌনে চারটার সময় উপজেলার টেরিয়াইল নামক স্থানের ঢাকা-চট্টগ্রাম উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মিগন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি ব্যবহার করে দূর্ঘটনায় আটকে পড়াদের গাড়ির বডিকেটে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক মোঃ অলি(৩২) সে নোয়াখালী জেলার কাজিরহাট নবগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে, অন্যদিকে একই গাড়ির হেলপার মোঃ রাসেল (২২) সে নোয়াখালী সুবর্ণচর এলাকার মোঃ মমিন এর পুত্র।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় একটি রড বোঝাই লরির পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় কাভার্ডভ্যানের বডি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।