লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মাঝাপাড়া (গেন্দাটারী) এলাকার উজ্জ্বল চাউল কল সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন থেকে পানি জমে থেকে জনদূর্ভোগে পরিণত হয়েছে। যাতায়াতকারীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলচলা করছে। যেন দেখার কেউ নেই?