1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পকেট থেকে তেলের খরচেই চলছে গণপরিবহন, গুনছি লোকসান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

পকেট থেকে তেলের খরচেই চলছে গণপরিবহন, গুনছি লোকসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৭৪ বার

নিজস্ব প্রতিবেদক : আমরা চাঁদা দিচ্ছি না। কিন্তু চাঁদা না দিলেও গণপরিবহন চালাতে পকেট থেকে তেলের খরচ দিয়েই চালিয়ে যাচ্ছি। পরিবহন চলাচল করলেও মালিকরা লোকসানে রয়েছেন। তারা বলেন, বর্তমানে সড়কে গাড়ি চালাতে চাঁদা দিতে হচ্ছে না, তারপরেও তেলের খরচ দিতে হচ্ছে পকেট থেকেই। অার এজন্য অামাদেরকে গুনতে হচ্ছে লোকসান।

এছাড়া গত দুই মাসে যে পরিমাণ লোকসান হয়েছে, তা কখনো কাটিয়ে উঠতে পারবেন কিনা জানেন না বলে জানিয়েছেন প্রজাপতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কে এম রফিকুল ইসলাম।

গতকাল এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি জানান, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে টানা ৬৬ দিন গণপরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময় তাদের যে লোকসান হয়েছে, সে বোঝা তাদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। এমনকি এই লোকসান কাটিয়ে ওঠাও বেশ কঠিন বলে মনে করেন তিনি। তিনি বলেন, গত দুই মাসের লোকসান কতদিনে কাটিয়ে উঠতে পারবো, জানি না। অার আদৌ কাটিয়ে উঠতে পারব কিনা তাও জানি না। আপাতত টিকে থাকার চেষ্টা করছি। এখন পকেটের টাকা দিয়ে লোকসান দিচ্ছি। বর্তমানে কোনো চাঁদা দিচ্ছি না। তারপরেও পকেটের টাকায় তেল ভরতে হচ্ছে।

এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই পরিবহন ব্যবসায়ী বলেন, জনগণের বাসের ওপর আস্থার অভাব আছে। আমরা সে আস্থা পূরণে কাজ করছি। স্থাস্থ্যবিধি মানতে চেষ্টা করছি। যাত্রীরা এখন ভাড়া নিয়ে অভিযোগ করে না। প্রতিবার ভাড়া বাড়লে নানা অসন্তোষ হতো। এখন সেটা হচ্ছে না। আমাদের লোকসানের দুইটি কারণ। একটি হচ্ছে এখন যাত্রী নেই বললেই চলে। আরেকটি হচ্ছে, আমরা ১০০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলাম। পরে সেটি ৮০ শতাংশে গিয়ে দাঁড়ায়। ৮০ শতাংশ ভাড়া বাড়ালেও আমাদের এখন লোকসান হতো না। কিন্তু সেটিকে যখন ৬০ শতাংশ করা হলো, তখন আমরা বিপদে পড়লাম। আবার এই ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির পরেও আমাদের লোকসান হতো না, যদি যাত্রী থাকত।

রাজধানীর মোহাম্মদপুর থেকে মিরপুর হয়ে উত্তরা-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী প্রজাপতি পরিবহন প্রতিষ্ঠানটির কাছে বাস রয়েছে ১৩০টি। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন চালক ও চালকের সহকারী হিসেবে কাজ করেন ২৬০ জন পরিবহন শ্রমিক। করোনাকালে তাদের নিরাপত্তায় উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিজনকে বিনামূল্যে দেয়া হচ্ছে একটি করে কেএন ৯৫ মাস্ক। প্রতি দুই দিনের জন্য একটি করে মাস্ক সরবরাহ করা হয়।

এছাড়া সরকার নির্দেশিতভাবে যাত্রা শুরুর আগেই পুরো মাসে জীবাণুনাশক ছিটিয়ে নেয়া হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিদিন প্রতিষ্ঠানটির ৩০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে জানিয়ে প্রতিষ্ঠান পরিচালক রফিকুল ইসলাম বলেন, বাস ছাড়ার আগে স্প্রে করা হয়। প্রতিটি স্টাফের জন্য আমরা বিনামূল্যে মাস্কের ব্যবস্থা রেখেছি। একদিন পরপর প্রত্যেককে একটি করেন কেএন ৯৫ মাস্ক দেয়া হচ্ছে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করছি। সব খরচ দেয়ার পর আমাদের আয়। দিন শেষে হিসেব করে দেখা যায় কিছুই নাই। বরং তেল খরচ পকেট থেকে দিতে হচ্ছে। ব্যাংক লোন আছে, ব্যাংক লোনের জন্য চাপ দিচ্ছে।

এতো লোকসানের পরেও যাত্রী সেবায় সরকারি নির্দেশনা মানা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যাত্রীদের এল সিস্টেমে বসানো হচ্ছে। যেন এক জনের নিঃশ্বাস যেন আরেকজনের গায়ে না লাগে সে দিকটি আমরা খেয়াল রাখছি। অনেক সময় যাত্রীরা আমাদের কথা শুনতে চায় না। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার গাড়িতে উঠে কোনো যাত্রী যেন করোনা আক্রান্ত না হয়, সেটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম