আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিএম পরিবহনের
বাস চাপায় তাছের মোল্লা (৬৫) নামে বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার
দুপুরের দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুলগেট এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাওয়া গামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া
গতিতে চালিয়ে এসে পথচারী ওই বৃদ্ধ পথচারী চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত
হয়। নিহত তাছের মোল্লার বাড়ী উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি
গ্রামে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাসেদ জানান, ঘাতক বাসটি আটক করা
হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।