এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল উওরপাড়া এনজিও ঋন বন্ধ রাখার দাবিতে আজ সকাল ১০ টা (শনিবার) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব অর্থনীতির চাকা যখন বন্ধ ঠিক তখনই লাকসাম ও তার ব্যাতিক্রম নয়। মানববন্ধন এ ঋন গ্রহীতারা সাংবাদিকদের জানায়, করোনা পরিস্থিতে আমরা নিজেরা ই যখন খাইতে পারিনা ঠিক ওই সময়ই আমরা কিভাবে কিস্তি চালাবো।করোনা আতংকে আমাদের সকলের কাজ বন্ধ হয়ে পড়েছে। এই সময় গ্রাহকরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি বন্ধ রাখার দাবি জানায়।
এই সময় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের ছাএ – জাকারিয়া মাসুদ,
শ্যামল বাংলা প্রত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি এস এম শাহজালাল। এলাকার ব্যাক্তিবর্গ। প্রমুখ।