মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার মরাডলু এলাকার ছড়া(ঝিড়) থেকে উলাইউ মারমা(৭০) নামের এক উপজাতি বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মরাডলু গ্রামের উজানে উলাইউ মারমা (৭০) পিতা-কংচাই মারমা গত সোমবার (১ জুন) বিকালে বাড়িতে থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। পরে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বাড়ির অদূরে ছড়া(ঝিড়) থেকে পচা গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে উলাইউ মারমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ( মামলা নং-২, তারিখ: ৬ জুন ২০২০) এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।