কক্সবাজার প্রতিনিধি :
বিশিষ্ট মুক্তিযোদ্ধা লাল মিয়া আর নেই। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মুক্তিযোদ্ধা লাল মিয়া কক্সবাজার সদর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলমের বড় ভাই।
৬ জুন শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়াত লাল মিয়া দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন।
তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ- চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া গ্রামের মৃত মদন আলীর পুত্র।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আগামীকাল দুপুর ১২ টায় স্থানীয় কালু ফকির পাড়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে এবং জানাযা শেষে সংলগ্ন কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা লাল মিয়ার মৃত্যুতে গভীর শােক ও সমেবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঈদগাঁহর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার নুরুল আজিম।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগেফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।