শাহজালাল শাহেদ, চকরিয়া: মহামারী করোনা পরিস্থিতিতে চকরিয়ায় একটি ফিল্ড হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে শুক্রবার ৫জুন সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভায় চকরিয়ায় প্রস্তাবিত ফিল্ড হাসপাতালের তাৎপর্য তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন চকরিয়া ফিল্ড হাসপাতালের আহবায়ক চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিন। এসময় উদ্যোক্তাদের এডভোকেট ফয়জুল কবির, এডভোকেট আমিন খান, মহিউদ্দিন মহত খোকন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।